নবম-দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর (২০ ডিসেম্বর)

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা ১৮ ডিসেম্বর প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য ভূগোল বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (জীববিজ্ঞান)

নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
চিত্রঃ একটি  পরীক্ষার সরঞ্জামাদী
ক. সুবেরিনযুক্ত কোষপ্রাচীর কোন ধরনের ঝিল্লী?
খ. পানিতে কিসমিস রাখলে ফুলে উঠে কীভাবে, ব্যাখ্যা করো।
গ. প্রদত্ত ক্ষেত্রে সময় পার হওয়ার সাথে সাথে কী পরিবর্তন ঘটবে, চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. যদি টিউবটির BD বাহুর মাঝামাঝি কোনো অংশ একটি বৈষম্যভেদ্য ঝিল্লী দিয়ে আটকিয়ে দেয়া হয়, তবে AB ও CD বাহুতে পানির উচ্চতায় কী রকম পরিবর্তন আসবে, বিশ্লেষণ করো।

নমুনা উত্তরঃ

ক. সুবেরিনযুক্ত কোষপ্রাচীর এক ধরনের অভেদ্য ঝিল্লী।

খ. পানিতে একটি কিসমিস রাখলে এটি পানি শোষণ করে ফুলে টসটসে হয়। এইক্ষেত্রে কিসমিসের বাইরের আবরণটি একটি বৈষম্যভেদ্য ঝিল্লী হিসেবে কাজ করে। এই ঝিল্লী দিয়ে আবৃত অবস্থায় থাকে কিসমিসের রস। কিসমিসের ভিতরের এই রসের ঘনত্ব কিসমিসের বাহিরে থাকা পানির ঘনত্ব থেকে বেশি থাকে। তাই অভিস্রবণের নিয়ম অনুসারে পানির অণু (দ্রাবক) বাহিরে থাকা কম ঘনত্বের পানি থেকে কিসমিসের বৈষম্যভেদ্য ঝিল্লী দিয়ে ভিতরে প্রবেশ করতে থাকে। এইভাবে একসময় কিসমিসটি ফুলে টসটসে হয় যায়।

গ. আমরা জানি, একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

চিত্রঃ ব্যাপনের বিভিন্ন ধাপ

প্রদত্ত চিত্রে টিউবে রাখা পানির মধ্যে কিছু চিনির দানা যোগ করা আছে। টিউবটির যে প্রান্তে চিনির দানাগুলো প্রাথমিকভাবে আছে, সেখানে চিনির অণুর ঘনত্ব বেশি এবং পানির অণুর ঘনত্ব কম। অন্যদিকে যেখানে চিনির দানা নেই সেখানে চিনির অণুর ঘনত্ব কম (এইক্ষেত্রে শূণ্য), কিন্তু পানির অণুর ঘনত্ব বেশি। তাই ব্যাপনের নিয়ম অনুসারে, চিনির অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। একইভাবে, পানির অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে আস্তে আস্তে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়বে। দ্রবণটির সব জায়গায় চিনির অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এইভাবে ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে।

ঘ. আমরা জানি, বৈষম্যভেদ্য ঝিল্লী দিয়ে কেবল দ্রাবক পদার্থের অণুই অভিস্রবণ প্রক্রিয়ায় হালকা ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে ব্যাপিত হয়, কিন্তু দ্রব অণু সহজে ব্যাপিত হয় না।

চিত্রঃ অভিস্রবণ


যদি টিউবটির BD বাহুর মাঝামাঝি একটি বৈষম্যভেদ্য ঝিল্লী দিয়ে চিত্রের মত করে আটকিয়ে দেওয়া হয়, তবে ঝিল্লীর AB প্রান্তের দিকে যে দ্রবণ থাকে সেটিতে চিনির ঘনত্ব বেশি থাকে। অন্যদিকে ঝিল্লীর CD প্রান্তের দিকে দ্রবণের ঘনত্ব কম থাকে (এইক্ষেত্রে ঘনত্ব প্রায় শূন্যের কাছাকাছি)। তাই পানির অণু ঝিল্লীর CD প্রান্ত থেকে BD প্রান্তের দিকে ব্যাপিত হবে। কিন্তু চিনির অণু (দ্রব) এই বৈষম্যভেদ্য ঝিল্লী দিয়ে ব্যাপিত হতে পারবেনা। চিনির অণুগুলো ঝিল্লীর AB প্রান্তেই থেকে যাবে এবং এই অংশেই ব্যাপিত হবে। যেহেতু AB প্রান্ত থেকে CD প্রান্তের দিকে কোনো কিছুই ব্যাপিত হয় না এবং শুধুমাত্র CD প্রান্ত থেকে পানি AB প্রান্তে ব্যাপিত হয়,সেহেতু AB প্রান্তে পানির উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং CD প্রান্তে পানির উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে।

আজকের সৃজনশীল প্রশ্ন (ভূগোল)

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
এইবছর জলিল সাহেব খেয়াল করলেন রমজান মাসের প্রথম দিক থেকে শেষ দিকে রোজা রাখার সময়কাল (সেহেরী ও ইফতারের মধ্যবর্তী সময়) আস্তে আস্তে কমে এসেছে। উদাহরণস্বরূপঃ

 

সেহেরীর শেষ সময়

ইফতারের সময়

১ রমজান (২ আগস্ট)

৪:০৬

৬:৪২

২৯ রমজান (৩০ আগস্ট)

৪:২২

৬:২০

জলিল সাহেবের মনে আছে গত সাত-আট বছর আগেও যেখানে অনেকের মতো উনারও সেহেরী খেতে ওঠতে আলসেমী হতো এইবছর আর তেমনটি হয়নি। কিন্তু অন্যভাবে চিন্তা করে তিনি দেখেন বর্তমান বছরগুলোতে রোজা রাখার সময়কাল আগের বছরগুলো থেকে আস্তে আস্তে অনেক বেড়েছে।

ক. বছরের কোন দিনটিকে শারদ বিষুব বলা হয়?
খ. ২১ জুন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু পরিলক্ষিত হয় এবং কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্রে ১ রমজান থেকে ২৯ রমজানে রোজা রাখার সময়কাল কমার কারণ কী - ব্যাখ্যা করো।
ঘ. জলিল সাহেবের সাত-আট বছর আগে রোজা রাখার অভিজ্ঞতার সাথে এই বছর রোজা রাখার অভিজ্ঞতার পার্থক্যের কারণ বিশ্লেষণ করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।