নবম-দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর (২৭ নভেম্বর)

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা ২০ নভেম্বর প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন (রসায়নবিজ্ঞান)

নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ

নিচের টেবিলে A ও B মৌলের মধ্যে গঠিত যৌগের ৪ টি নমুনার আলাদা আলাদাভাবে মোট ভর দেওয়া আছে এবং সেই সাথে ৩ টি নমুনার ক্ষেত্রে B এর ভর দেয়া আছে।

 

মোট ভর

B এর ভর

১ম নমুনা

60 gm

30 gm

২য় নমুনা

90 gm

60 gm

৩য় নমুনা

120 gm

90 gm

৪র্থ নমুনা

40 gm

 ?

ক. রাসায়নিক সংযোগ সূত্র কতটি?
খ. ভরের নিত্যতা সূত্রটি ব্যাখ্যা করো।
গ. ১ম নমুনা ও ৪র্থ নমুনা যদি একই যৌগের হয়, সেক্ষেত্রে প্রদত্ত সারণিতে প্রশ্নবোধক স্থানে (?) কত মান বসবে তা নিরূপণ করো।
ঘ. ১ম, ২য় ও ৩য় নমুনার ক্ষেত্রে প্রদত্ত উপাত্তগুলি কোন রাসায়নিক সংযোগ সূত্রটি সমর্থন করে, নির্ণয় করো।

নমুনা উত্তরঃ

ক.রাসায়নিক সংযোগ সূত্র পাঁচটি।

খ. ভরের নিত্যতা সূত্রানুযায়ী পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না, তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোট ভর, বিক্রিয়কগুলোর মোট ভরের সমান থাকে।

উদাহরণস্বরূপ, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক A ও B এর ভর যথাক্রমে m ও n গ্রাম হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ার ফলে C, D ও E এ তিনটি পদার্থ উৎপন্ন হয়, যাদের ভর যথাক্রমে x, y ও z তবে উপরিউক্ত সূত্রানুযায়ী বিক্রিয়ক পদার্থের মোট ভর = উৎপন্ন পদার্থের মোট ভর। অর্থাৎ, m+n = x+y+z

গ. স্থিরানুপাত সূত্রানুসারে, উৎস যাই হোক না কেন, একই যৌগে একই মৌলসমূহ তাদের ভরের একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে।

১ম নমুনা ও ৪র্থ নমুনা যদি একই যৌগের হয় তবে উভয় নমুনার ক্ষেত্রেই এদের মৌল দুইটি একটি নির্দিষ্ট ভর অনুপাতে যুক্ত থাকবে।

দেওয়া আছে, প্রথম নমুনার 60 gm ভরে B আছে 30 gm।
তাহলে A এর ভর হবে = (60 - 30) gm = 30 gm
সুতরাং প্রথম নমুনায় A ও B এর ভরের অনুপাত হবে 30:30 = 1:1

স্থিরানুপাত সূত্রানুসারে, যৌগটির সকল নমুনার ক্ষেত্রেই A ও B এর ভরের অনুপাত 1:1 হবে।
সেক্ষেত্রে ৪র্থ নমু্নায় A ও B উভয়ের ভর সমান হবে।
যেহেতু ৪র্থ নমুনার মোট ভর = 40 gm। সুতরাং A ও B এর প্রত্যেকের ভর 20 gm হবে।
তাই, প্রদত্ত সারনীর প্রশ্নবোধক স্থানে 20 gm বসবে।

ঘ. যে পাঁচটি রাসায়নিক সংযোগ সূত্র আছে তাদের মধ্যে প্রদত্ত উপাত্তগুলো ভরের নিত্যতা সূত্র ও গ্যাস আয়তন সূত্র সমর্থন করতে পারে না। কেননা, এইক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তনের কথা বলা হয়নি।

আবার, বিপরীত অনুপাত সূত্র সমর্থন করার জন্য তিনটি মৌল লাগে, কিন্তু প্রদত্ত ক্ষেত্রে দুইটি মৌলের কথা বলা হয়েছে। তাই প্রদত্ত তথ্যগুলো বিপরীত অনুপাত সূত্র সমর্থন করতে পারে না।
এইক্ষেত্রে উপাত্তগুলো স্থিরানুপাত সূত্র কিংবা গুণানুপাত সূত্রের যেকোনো একটি সমর্থন করবে।

60 gm প্রথম নমুনায় B এর ভর = 30 gm।
তাহলে A এর ভর = (60 - 30)gm = 30 gm
সুতরাং 1 gm A এর সাথে সংযুক্ত আছে 30/30 = 1 gm B

90 gm দ্বিতীয় নমুনায় B এর ভর = 60 gm।
তাহলে A এর ভর = (90 – 60) gm = 30 gm
সুতরাং 1 gm A এর সাথে সংযুক্ত আছে 60/30 = 2 gm B

একইভাবে, 120 gm দ্বিতীয় নমুনায় B এর ভর = 90 gm।
তাহলে A এর ভর = (120 – 90) gm = 30 gm
সুতরাং 1 gm A এর সাথে সংযুক্ত আছে 90/30 = 3 gm B

দেখা যাচ্ছে, বিভিন্ন নমুনায় 1 gm A এর সাথে যথাক্রমে 1 gm, 2 gm ও 3 gm B সংযুক্ত আছে। B এর ভরগুলোর অনুপাত = 1:2:3, যা একটি সরল অনুপাত।
গুণানুপাত সূত্রানুসারে আমরা জানি, যদি দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করে তবে এসব যৌগের যে কোনো একটি মৌলের একটি নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে বিভিন্ন ভরসমূহ পৃথকভাবে যুক্ত হয়, সেই ভরগুলোর মধ্যে একটি সরল অনুপাত বজায় থাকে।
সুতরাং ১ম, ২য় ও ৩য় নমুনার ক্ষেত্রে প্রদত্ত উপাত্তগুলো গুণানুপাত সূত্র সমর্থন করে।

আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান)

নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ

সোলায়মান যে ফ্যাক্টরিতে কাজ করে সেখানে একটি হাইড্রোলিক প্রেস আছে যার সরু বাহু ও মোটা বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো যথাক্রমে 10 cm2 ও 500 cm2 ।একদিন একটি কাজ করতে গিয়ে সোলায়মান তার সর্বোচ্চ শক্তি দিয়ে হাইড্রোলিক প্রেসটির সরু পিস্টনে 100 N বল প্রয়োগ করলো।কিন্তু তার কাজটি করতে দরকার 15000 N বল। এইজন্য সে একটু চিন্তায় পড়ে গেলো।

ক. হাইড্রোলিক প্রেসে কোন সূত্রের ব্যবহারিক প্রয়োগ হয়।
খ. একই চাপ যদি একটি বড় ক্ষেত্রের পরিবর্তে একটি ছোট ক্ষেত্রের উপর প্রয়োগ করা হয় তবে প্রাপ্ত বলের কী রকম তারতম্য হবে?
গ. উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে সোলায়মান হাইড্রোলিক প্রেসটির সাহায্যে কী পরিমাণ বল পাবে?
ঘ. হাইড্রোলিক প্রেসটির গঠনগত যে যে পরিবর্তন এনে সোলায়মান তার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজটি করতে পারবে, তা সাজিয়ে লিখো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।