নবম-দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর (৩ জানুয়ারী, ২০১২)


প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা ১ জানুয়ারী প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্নোত্তর (রসায়ন বিজ্ঞান)

নিচের ডায়াগ্রামটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ

চিত্রঃ কিছু রাসায়নিক সমীকরণের একটি ডায়াগ্রাম
ক. কোন যৌগগুলোকে প্যারাফিন বলা হয়?
খ. জৈব যৌগের প্রাচুর্যের কারণ ব্যাখ্যা করো।
গ. প্রদত্ত ডায়াগ্রামটির 'A' যৌগটি কী, নির্ণয় করো।
ঘ. প্রদত্ত ক্ষেত্রে CH3-CH2-CH2-I থেকে 'C' যৌগটি পাওয়ার যে দুইটি উপায় দেখানো হয়েছে উভয় ক্ষেত্রেই NaOH যোগ করা সত্ত্বেও একটি ক্ষেত্রে এক ধাপ বেশি লেগেছে কেন, বিশ্লেষণ করো।

নমুনা উত্তরঃ

ক. অ্যালকেন যৌগসমূহকে প্যারাফিন বলা হয়।

খ. জৈব যৌগের প্রাচুর্যতার পিছনে কার্বন পরমাণুর তিনটি বিশেষ বৈশিষ্ট্য দায়ী। এরা হলো কার্বনের ক্যাটেনেশন ধর্ম, কার্বন পরমাণুর 4 যোজ্যতা এবং জৈব যৌগের সমানুতা। একের অধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করতে পারে। একে ক্যাটেনেশন ধর্ম বলা হয়। এছাড়া কার্বন পরমাণুর যোজনী 4। সুতরাং এটি নিজেদের মধ্যে একক, দ্বি- ও ত্রি- বন্ধন গঠন করার পরেও অন্যান্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়। এছাড়া জৈব যৌগে সমানুতা বিশেষভাবে পরিলক্ষিত হয়; অর্থাৎ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন আণবিক গঠন বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতি দেখা যায়।

গ. আমরা জানি, অ্যালকিনের সাথে এক অণু হাইড্রোজেন হ্যালাইড সংযুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়।

এইক্ষেত্রে যেহেতু 'A' যৌগটির সাথে HI যুক্ত হয়ে CH3-CH2-CH2-I (প্রোপাইল আইয়োডাইড) যৌগটি তৈরি হয়, সেহেতু 'A' যৌগটি একটি তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। অর্থাৎ এই যৌগটি হবে প্রোপিন যার সংকেত CH3-CH=CH2  এবং এর থেকে নিম্নোক্তভাবে CH3-CH2-CH2-I যৌগটি তৈরি হবে।

প্রোপিনের সাথে হাইড্রোজেন আইয়োডাইডের বিক্রিয়া

ঘ. যদিও CH3-CH2-CH2-I থেকে ‘C’ যৌগটি পাওয়ার উভয়ক্ষেত্রেই NaOH যোগ করা হয়েছে, কিন্তু একটি ক্ষেত্রে অ্যালকোহলীয় NaOH যোগ করা হয়েছে। অপর ক্ষেত্রে জলীয় NaOH যোগ করা হয়েছে। প্রথম ক্ষেত্রে, যে বিক্রিয়াটি ঘটে সেটি নিম্নরূপঃ

প্রোপাইল আয়োডাইড থেকে প্রোপিন তৈরির বিক্রিয়ার সমীকরণ

অর্থাৎ ‘C’ যৌগটি হলো CH3-CH=CH2 (প্রোপিন)। 

কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যে বিক্রিয়াটি ঘটে সেটি নিম্নরূপঃ

প্রোপাইল আয়োডাইড থেকে প্রোপানল তৈরির বিক্রিয়ার সমীকরণ

অর্থাৎ ‘B’ যৌগটি হলো CH3-CH2-CH2-OH (প্রোপানল)। এর থেকে ‘C’ যৌগটি অর্থাৎ CH3-CH=CH2  পেতে হলে অতিরিক্ত গাঢ় H2SO4 যোগ করতে হবে এবং এইক্ষেত্রে নিম্নরূপ বিক্রিয়া ঘটবেঃ

প্রোপানল থেকে প্রোপিন তৈরির বিক্রিয়ার সমীকরণ

তাই বলা যায়, CH3-CH2-CH2-I  থেকে উপরোক্ত উভয় উপায়েই CH3-CH=CH2  তৈরি করা গেলেও, দ্বিতীয় উপায়ে অ্যালকোহলীয় NaOH এর পরিবর্তে জলীয় NaOH ব্যবহার করাতে একটি ধাপ বেশি লেগেছে।

আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থ বিজ্ঞান)

নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ

নিচে দুইটি স্থানে একটি নির্দিষ্ট সরল দোলকের (L = 0.25 m) জন্য T2 এর মান দেওয়া আছে।

 

T2

১ম স্থান

0.35 s2

২য় স্থান

0.40 s2

ক. G এর সর্বসম্মত মান কত?
খ. সরল দোলকের ২য় সূত্রটি ব্যাখ্যা করো।
গ. কোন স্থানে সরল দোলকটির কম্পাঙ্ক বেশি নির্ণয় করো।
ঘ. “২য় স্থানটি ১ম স্থানটির উপরে অবস্থিত” - উক্তিটি প্রদত্ত তথ্যের আলোকে মূল্যায়ন করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।