পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

উত্তরপত্রঃ

১. লাউ, কুমড়া, পুঁইশাক এগুলো বিরুৎ উদ্ভিদ। (শুদ্ধ)  

২. ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক। (শুদ্ধ)

৩. সপুষ্পক উদ্ভিদের ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ উৎপন্ন হয়। (শুদ্ধ)

৪. বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে। (শুদ্ধ)

৫. গুল্মের কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা। (অশুদ্ধ)

৬. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। (অশুদ্ধ)

৭. সপুষ্পক উদ্ভিদের ফুল হয় না। (অশুদ্ধ)

৮. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার বড়। (অশুদ্ধ)

৯. বৃক্ষের প্রধান কাণ্ড দীর্ঘ, নরম ও মোটা। (অশুদ্ধ)

১০. শৈবাল পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। (শুদ্ধ)

১১. শৈবাল দেখতে সবুজ, কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। (অশুদ্ধ)

১২. ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে। (শুদ্ধ)

পরবর্তী অনুশীলনী