পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

উত্তরপত্রঃ

ক. ঝোপের মতো দেখায় গুল্ম জাতীয় উদ্ভিদ

খ. নগ্নবীজী উদ্ভিদের কান্ডে সাধারণত শাখা-প্রশাখা থাকে না

গ. আম, কাঁঠাল, সেগুন প্রভৃতি বৃক্ষ জাতীয় উদ্ভিদ

ঘ. ঢেঁকিশাক একটি অতি পরিচিত ফার্নের নাম

ঙ. আবৃতবীজী উদ্ভিদের কান্ড শাখা-প্রশাখায় বিভক্ত

চ. জবা, রঙ্গন, লেবু ইত্যাদি গুল্ম জাতীয় উদ্ভিদ

ছ. ফার্ন জাতীয় উদ্ভিদে পরিবহণ কলা রয়েছে

জ. স্পাইরোগাইরা শৈবাল শ্রেণীর উদাহরণ

ঝ. ধানের পাতার শিরাগুলো সমান্তরাল থাকে

ঞ. বীজের প্রকৃতি অনুসারে আবৃতবীজী উদ্ভিদগুলো দুটি দলে বিভক্ত

পরবর্তী অনুশীলনী