পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: নগ্নবীজী উদ্ভিদ: যেসব উদ্ভিদে্র বীজ ফলের ভেতরে থাকে না, বীজধারকপত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন: সাইকাস ও পাইনাস নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ।

আবৃতবীজী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজ ফলের ভেতর আবৃত অবস্থায় থাকে, তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে। যেমন: আম ও কাঁঠাল আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ।

 

প্রশ্নঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো

উত্তরঃ নিচের ছকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলোঃ


একবীজপত্রী উদ্ভিদ

দ্বিবীজপত্রী উদ্ভিদ

১. একবীজপত্রী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে।

১. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।

২. এসব উদ্ভিদের পাতার সুক্ষ্ম শিরাগুলো জালের মতো সমস্ত পাতায় ছড়িয়ে থাকে।

২. এসব উদ্ভিদের পাতার সুক্ষ্ম শিরাগুলো পাতার গোড়া থেকে মাথা পর্যন্ত সমান্তরালভাবে থাকে।

 

পূর্ববর্তী অনুশীলনী                                পরবর্তী অনুশীলনী