পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

রচনামূলক প্রশ্নঃ

প্রশ্ন: সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।

উত্তর: সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১. সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয়।
২. এসব উদ্ভিদের মূল, কাণ্ড ও শাখা-প্রশাখা আছে।
৩. এসব উদ্ভিদে পাতা আছে।
৪. এসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৫. এসব উদ্ভিদের মূল মাটির গভীরে যায়।

অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১. অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না।
২. এসব উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা নেই, অনেক উদ্ভিদের মূলও নেই।
৩.  এসব উদ্ভিদে সাধারণত পাতা থাকে না।
৪. অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
৫. এসব উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না।

 

প্রশ্ন: নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ কেন, ব্যাখ্যা করো।

উত্তর: আমরা জানি, যে সকল উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। যেহেতু নারকেল গাছের বীজে বীজপত্র একটি, তাই নারকেল গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ।

এইছাড়া একবীজপত্রী উদ্ভিদের পাতা পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের পাতার সুক্ষ্ম শিরাগুলো পাতার গোড়া থেকে মাথা পর্যন্ত সমান্তরালভাবে থাকে। নারকেল গাছের পাতায়ও একই রকম সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ করা যায়। এই কারণেও নারকেল গাছকে একবীজপত্রী উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা যায়।



পূর্ববর্তী অনুশীলনী                                পরবর্তী অনুশীলনী