পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

রচনামূলক প্রশ্নঃ

প্রশ্ন: শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো।

উত্তরঃ নিচের ছকে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করা হলোঃ

শৈবাল

ছত্রাক

১. শৈবালের দেহে ক্লোরোফিল থাকে।

১. ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না।

২. ক্লোরোফিল থাকায় এদের দেহের রঙ সবুজ হয়।

২. ক্লোরোফিল না থাকায় এরা বর্ণহীন।

৩. শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।

৩. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।

৪. খাদ্য তৈরির জন্য এদের সূর্যের আলোর প্রয়োজন।

৪. খাদ্য তৈরি করতে পারে না বলে এদের আলোর প্রয়োজন নেই।

৫. এরা পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে।

৫. এরা পচা-বাসি খাবার, গোবর ও আবর্জনার স্তুপে জন্মে।

 

 

প্রশ্নঃ শৈবাল ও ছত্রাক কোন কোন বৈশিষ্ট্যে মস থেকে আলাদা, তা লেখো।

উত্তরঃ শৈবাল ও ছত্রাক যেসব বৈশিষ্ট্যে মস থেকে আলাদা সেগুলো হলোঃ

১. মসের কান্ড ও পাতা আছে, মূল নেই। অন্যদিকে শৈবাল ও ছত্রাকের দেহকে মূল, কান্ড ও পাতায় ভাগ করা যায় না।
২. মস নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অন্যদিকে, শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারলেও ছত্রাক পারে না।
৩. মস বহুকোষী ভ্রূণ তৈরি করতে পারে। অন্যদিকে শৈবাল ও ছত্রাকের দেহের প্রতিটি কোষ জনন কোষ উৎপন্ন করতে পারলেও বহুকোষী ভ্রূণ তৈরি করতে পারে না।
৪. মস সাধারণত স্যাঁতসেঁতে মাটি, ভেজা দেয়াল বা গাছের বাকলে জন্মে। অন্যদিকে, শৈবাল পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে এবং ছত্রাক পচা-বাসি খাবার, গোবর ও আবর্জনার স্তুপে জন্মে।


পূর্ববর্তী অনুশীলনী