জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর (২৪ এপ্রিল)

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গতদিন প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করব এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য আরও একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (সাধারণ বিজ্ঞান)

নিচের চিত্র দু’টি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

কোষ

ক. অপত্য কোষ কাকে বলে?
খ. দেহ কোষের বিভাজনকে কেন আমরা সাদৃশ্য কোষ বিভাজন বলতে পারি?
গ. A কোষটির বিভাজন প্রক্রিয়ার ধাপগুলো দেখাও।
ঘ. “মিয়োসিস কোষ বিভাজনের ফলে বংশ পরম্পরায় জীবের ক্রোমোসোমের সংখ্যা নির্দিষ্ট থাকে” – উক্তিটি B চিত্রের আলোকে বিশ্লেষণ করো।

নমুনা উত্তরঃ

ক. মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষ উৎপন্ন হয় তাকে অপত্য কোষ বলে।

খ. আমরা জানি, দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। আর এই কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে যে দুইটি অপত্য কোষ উৎপন্ন হয় তাদের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান হয়। যেমনঃ একটি মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা ১০ টি হলে, এর মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের প্রত্যেকটিতে ১০ টি করে ক্রোমোসোম থাকবে। এইছাড়া, এই কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের সকল বৈশিষ্ট্য মাতৃকোষের মত একই হয়। তাই, দেহ কোষের বিভাজনকে আমরা সাদৃশ্য কোষ বিভাজন বলতে পারি।

গ. দেওয়া আছে, A কোষটি একটি দেহ কোষ। আমরা জানি, দেহ কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়। নিচের চিত্রে এই কোষটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যেভাবে দুইটি অপত্য কোষে বিভক্ত হয় তার ধাপগুলো দেখানো হলোঃ

মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন

ঘ. দেওয়া আছে B চিত্রের কোষটি একটি জনন মাতৃকোষ এবং এর নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা ৩ জোড়া। 

আমরা জানি, একটি জনন মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য জনন কোষ সৃষ্টি হয় এবং এই অপত্য জনন কোষের ক্রোমোসোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়।

তাই প্রদত্ত জনন মাতৃকোষটি মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য জনন কোষ সৃষ্টি করে যাদের প্রত্যেকটির নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা হয় ৩ টি (যা মাতৃজনন কোষের অর্ধেক)।

B কোষের মিয়োসিস বিভাজন
চিত্রঃ B কোষের মিয়োসিস বিভাজন

এইভাবে সৃষ্ট দুইটি জনন কোষের মিলনের ফলে নিষিক্ত ডিম্বানু বা জাইগোট সৃষ্টি হয় যার ক্রোমোসোম সংখ্যা (৩ জোড়া) অপত্য জনন কোষের (৩ টি) দ্বিগুণ হয়ে জনন মাতৃকোষের (৩ জোড়া) সমান হয়ে যায়। এই জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে সম্পূর্ণ জীবদেহ গঠন করে যার প্রতিটি কোষের ক্রোমোসোম সংখ্যা জাইগোটের তথা জনন মাতৃকোষের (৩ জোড়া) সমানই থাকে।

দুইটি জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি

চিত্রঃ দুইটি জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি

তাই আমরা বলতে পারি,মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাওয়ার দরূণ অপত্য জনন কোষের মিলনে সৃষ্ট জাইগোটে ক্রোমোসোম সংখ্যা জনন মাতৃকোষের সমান থাকে। যদি এর কোনো বাত্যায় ঘটতো,তবে জীবের ক্রোমোসোম সংখ্যা বংশ পরম্পরায় স্থির না থেকে বাড়তে থাকতো বা কমতে থাকতো।

 

আজকের সৃজনশীল প্রশ্ন (কৃষি শিক্ষা)

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

তারেক সাহেব তার বাড়ির একটি দোচালা ঘরের মেঝেতে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। ঐ ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৫ মিটার ও ১৫ মিটার। তার দেখাদেখি তার মেয়ে তুশিও দশ বারোটি দেশি মুরগি পালন করে, তবে ছাড়া অবস্থায়। তারেক সাহেব মুরগির অনেক যত্ন করেন। কিন্তু সে হিসেবে তুশি কিছুই করেনা। তারপরও তার মুরগিগুলি খুব সুন্দরভাবে বেড়ে ওঠছে দেখে সে ভাবে তার বাবাও যদি তার মতো করে মুরগি পালন করতো তবে এত খাবার-দাবার, যত্নআত্মি করতে হতো না।

ক. দেশি মুরগি বছরে গড়ে কতটি ডিম দেয়?
খ. ডিপ লিটার পদ্ধতিতে ঘরের মেঝে ঘন ঘন পরিষ্কার করতে হয় না কেন?
গ. তারেক সাহেব দোচালা ঘরটিতে কতটি বাড়ন্ত মুরগি পালন করতে পারবেন?
ঘ. মুরগি পালনের পদ্ধতি নিয়ে তুশির ভাবনাটি মূল্যায়ন করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।