নবম ও দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com এর প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ  আমরা গত মঙ্গলবার প্রকাশিত জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করব এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য রসায়ন বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর (জীববিজ্ঞান)

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রাকিবের তিন বছরের বোন তিশার কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে। এছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই।তাদের বাসার রহিমা বুয়া পাশের বস্তিতে থাকে।তার সোয়া তিন বছরের ছেলে মুরাদেরও কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে। এর পাশাপাশি তার পেট ফুলে গেছে এবং খাবারে অরুচি দেখা দিয়েছে। একদিন রাকিব ও তার বাবা ডাক্তারের কাছে গেল তিশা ও মুরাদকে নিয়ে। রাকিব খেয়াল করল মুরাদ খুবই অপরিচ্ছন্ন এবং খালি পায়ে এসেছে।সেই হিসেবে তার বোন তিশা অনেক পরিচ্ছন্ন। ডাক্তার তাদের ভালভাবে দেখে দুইজনকে দু’রকম ওষুধ দিলেন। এতে রাকিব একটু অবাকই হলো।

ক. অ্যাস্কারিয়াসিস রোগের পরজীবী কোনটি?
খ. গোলক্রিমির পৌষ্টিক গ্রন্থি নেই কেন ব্যাখ্যা করো।
গ. ডাক্তার তিশা ও মুরাদকে দু’রকম ওষুধ দিলেন কেন?
ঘ. অ্যাস্কারিয়াসিস রোগ থেকে কিভাবে মুরাদের মতো শিশুদের মুক্ত রাখা যাবে তা উপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

নমুনা উত্তরঃ

ক. অ্যাস্কারিয়াসিস রোগের পরজীবী হলো গোলক্রিমি।

খ. আমরা জানি, পৌষ্টিক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে, যা সাধারণত উন্নত প্রাণীর পরিপাকতন্ত্রে দেখা যায়। কিন্তু গোলকৃমি একটি অন্তঃপরজীবী। এরা মানুষের অন্ত্রে বাস করে পরিপাককৃত খাদ্য শোষণ করে। তাই এদের আলাদা করে খাদ্য পরিপাক করার প্রয়োজন হয় না এবং এই কারণে এদের দেহে উন্নত প্রাণীদের মতো পৌষ্টিক গ্রন্থি নেই।

গ. খুসখুসে কাশি একাধিক কারণে হতে পারে। এর একটি কারণ হলো অ্যাস্কারিয়াসিস। এই রোগে রোগীর আর যেসব সমস্যাগুলো হতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রোগীর পেট ফুলে যাওয়া, খাবারে অরুচি ইত্যাদি। মুরাদের খুসখুসে কাশির পাশাপাশি এই উপসর্গগুলোও দেখা দিয়েছে। তাই বলা যায় মুরাদের অ্যাস্কারিয়াসিস রোগ হয়েছে।

আর তিশার যেহেতু খুসখুসে কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই সেহেতু তিশার রোগ মুরাদের থেকে ভিন্ন। তাই ডাক্তার তাদের দুজনকে দুরকম ওষুধ দিলেন।


ঘ. বাংলাদেশের অধিকাংশ এলাকার শিশুরা বেড়ে ওঠে অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে গোলক্রিমির সংক্রমণ বেশি। বিশেষ করে এসব এলাকায় বেড়ে ওঠা শিশুদের অ্যাস্কারিয়াসিস রোগের সংক্রমণের প্রবণতা বেশি।

মুরাদ বেড়ে ওঠেছে বস্তিতে যেখানে পরিবেশ অস্বাস্থ্যকর। এছাড়া সে খুবই অপরিচ্ছন্ন এবং খালি পায়ে চলাফেরা করে। উদ্দীপকের বিবরণের ভিত্তিতে ধরে নেয়া যায়,সে ঠিকমতো নোখও কাটেনা। ফলশ্রুতিতে তার অ্যাস্কারিয়াসিস রোগ খুব সহজে দেখা দিয়েছে।
তাই অ্যাস্কারিয়াসিস রোগ থেকে মুরাদের মতো শিশুদের মুক্ত রাখতে নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আশেপাশের পরিবেশও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেগুলো হলো –
-জুতা/স্যান্ডেল পড়ে চলাফেরা করা
-পাকা পায়খানা ব্যবহার করা
-হাতের নোখ ছোট রাখা
-কাঁচা ফলমুল ধুয়ে খাওয়া
-ঠান্ডা ও পঁচা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকা

আজকের সৃজনশীল প্রশ্ন (রসায়ন)

নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
একটি ফ্যাক্টরিতে অবিশুদ্ধ Zn থেকে Zn বিশুদ্ধ করার জন্য নিচের মত একটি তড়িৎ কোষের সাহায্য নেয়া হলঃ

তড়িৎ বিশ্লেষণ

ক. কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে?
খ. খাবার লবণকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করা গেলেও গলিত গ্লুকোজকে করা যায়না কেন?
গ. প্রদত্ত তড়িৎ বিশ্লেষণ কোষে সংঘটিত বিক্রিয়াগুলি দেখাও।
ঘ. যদি ভুল করে তড়িৎদ্বারে তড়িৎ সংযোগ উলটো করে দেয়া হত তাহলে কী সমস্যা হত, তা বিশ্লেষণ কর।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।