সপ্তম শ্রেণীর সৃজনশীল প্রশ্নোত্তর (২৮ আগস্ট)

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com এর প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ   আমরা  তোমাদের অনুশীলনের জন্য  একটি প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন (সাধারণ বিজ্ঞান)

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

জনির ছোট ভাই রনির কাল থেকে প্রচন্ড জ্বর। কিছুক্ষন আগে তার বাবা রনির জ্বর মেপে দেখলো ১০৩ ডিগ্রী। এর পরপরই তার মা রনির মাথায় বেশ কিছুক্ষন ঠান্ডা পানি ঢাললো। পানি ঢালা শেষে তার বাবা আবার জ্বর মেপে দেখলো এবার জ্বর কমে ১০০ ডিগ্রী হয়েছে।জনি ভেবে অবাক হলো এখনও তার ভাইয়ের শরীরে যে উষ্ণতা আছে তাতে পানি পর্যন্ত ফুটতে থাকবে! কিন্তু ভাইয়ের শরীরে হাত দিয়ে তার সেরকম কিছুই মনে হলোনা।সে একরকম বিভ্রান্তিতে পড়ে গেলো।

ক. উষ্ণতা কী?
খ. উষ্ণতা পরিমাপে থার্মোমিটারের প্রয়োজন কেন? – ব্যাখ্যা করো।
গ. পানি ঢালার পর রনির জ্বর অনেকটা কমে গেল কেন?
ঘ. রনির শরীরের উষ্ণতা নিয়ে জনির বিভ্রান্তিতে পড়ার কারণ বিশ্লেষণ করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।


মতামত জানাতে এখানে ক্লিক করো।