ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল প্রশ্নোত্তর (৪ সেপ্টেম্বর)


প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com এর প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা তোমাদের অনুশীলনের জন্য একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন (সাধারণ বিজ্ঞান)

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

তিন্নিকে তার মা পাশের রুমে একটি চেয়ার নিয়ে যেতে বললো। এর পর পরই তিন্নি ৪ নিউটন বল প্রয়োগে ২৪ সেকেন্ড সময়ে চেয়ারটি নিয়ে গেলো। এতে সরণ হলো ৩ মিটার।তার মায়ের কাজ শেষে একই পরিমাণ বল প্রয়োগে সে চেয়ারটিকে আবার আগের জায়গায় নিয়ে আসলো।

ক. কাজ করার সামর্থ্যকে আমরা কী বলি?
খ. কোনো যন্ত্রের শক্তি বেশি হলে তার কি ক্ষমতা বেশি হবে? – ব্যাখ্যা করো।
গ. চেয়ারটি মায়ের কাছে নিয়ে যাওয়ার সময় তিন্নির ক্ষমতা কত ছিলো?
ঘ. “দৈনন্দিন জীবনে কাজের যে অর্থ বুঝায় এবং কাজের বৈজ্ঞানিক অর্থ সবসময় এক নয়” - উক্তিটি উপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.srijonshil.com ওয়েবসাইটে এবং মঙ্গলবারের দৈনিক ইত্তেফাক পত্রিকায়। কিন্তু তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।