পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ‘জীবজগৎ’ অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালোভাবে পড়বে।

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১. কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক. ধান   খ. গম   গ. তাল   ঘ. ছোলা

২.স্পাইরোগাইরা কোন জাতীয় উদ্ভিদ?
ক. ছত্রাক  খ. শৈবাল   গ. মস  ঘ. ফার্ন

৩. নিচের কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
ক. শৈবাল  খ. ছত্রাক  গ. মস  ঘ. ফার্ন

৪. আকার ও কান্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ কয় প্রকার?
ক. দুই  খ. তিন  গ.  চার  ঘ. পাঁচ

৫. বিরুৎ উদ্ভিদ কোনটি?
ক. আমগাছ   খ. লেবু   গ. গোলাপ   ঘ. পুঁইশাক

৬. কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ?
ক. গোলাপ   খ. সরিষা  গ. আম   ঘ. কচু

৭. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী উদ্ভিদ   খ. নগ্নবীজী উদ্ভিদ
গ. বিরুৎ জাতীয় উদ্ভিদ   ঘ. অপুষ্পক উদ্ভিদ

৮. সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য?
ক. দ্বিবীজপত্রী উদ্ভিদ   খ. নগ্নবীজী উদ্ভিদ
গ. একবীজপত্রী উদ্ভিদ   ঘ. অপুষ্পক উদ্ভিদ

৯. কোনটি বৃক্ষ?
ক. রঙ্গন   খ. মেহগনি  গ. মরিচ   ঘ. স্পাইরোগাইরা

১০. কোনটি সপুষ্পক উদ্ভিদ?
ক. মস   খ. ছত্রাক   গ. সাইকাস   ঘ. ফার্ন

১১. একবীজপত্রী উদ্ভিদ কোনটি?
ক. গম   খ. ছোলা   গ. মটর   ঘ. শিম

১২. কোন উদ্ভিদের পাতার শিরা জালের মতো ছড়িয়ে থাকে?
ক. আম   খ. নারকেল   গ. তাল   ঘ. ভুট্টা

উত্তরপত্র

 

পরবর্তী অনুশীলনী