পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।

১. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় __________ শিরাবিন্যাস দেখা যায়।

২. সাইকাস ও পাইনাস __________ উদ্ভিদ।

৩. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস __________।

৪. ধান একটি __________ উদ্ভিদ।

৫. ফার্ন উদ্ভিদের কাণ্ড, __________ ও মূল আছে।

৬. ছত্রাক __________ তৈরি করতে পারে না।

৭. নগ্নবীজী উদ্ভিদে __________ থাকে না।

৮. সাইকাসের পাতা অনেকটা  __________ পাতার মতো।

৯. পাইনাসের পাতা __________ মতো।

১০. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি __________ থাকে।

১১. নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা ইত্যাদি __________ উদ্ভিদ।

১২. ফার্ন সাধারণত __________ স্থানে জন্মে।

১৩. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন __________ উদ্ভিদ।

১৪. __________ সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।

১৫. বিরুৎ জাতীয় উদ্ভিদের কান্ড, শাখা ও প্রশাখা  __________ ।

১৬. বৃক্ষের প্রধান কাণ্ডকে __________ বলা হয়।

১৭. গুল্মজাতীয় উদ্ভিদ __________ আকারের।

১৮. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার __________।

১৯. আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের __________ থাকে।

২০. মসের দেহে __________ও পাতা থাকলেও মূল নেই।

উত্তরপত্র

পূর্ববর্তী অনুশীলনী                                পরবর্তী অনুশীলনী