পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পঞ্চম শ্রেণী)

প্রথম অধ্যায়ঃ জীবজগৎ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো।

উত্তর: তিনটি গুল্ম উদ্ভিদের নাম হলোঃ ১. জবা, ২. রঙ্গন, ৩. গোলাপ।



প্রশ্ন: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের দুইটি পার্থক্য লেখো।

উত্তরঃ নিচের ছকে অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের দুইটি প্রধান পার্থক্য দেওয়া হলো-

অপুষ্পক উদ্ভিদ

সপুষ্পক উদ্ভিদ

১. অপুষ্পক উদ্ভিদে কখনো ফুল ও ফল হয় না।

১. সপুষ্পক উদ্ভিদে ফুল ও ফল হয়।

২. এ ধরনের উদ্ভিদে কান্ড, শাখা-প্রশাখা নেই, অনেক উদ্ভিদের মূলও নেই।

২. এ ধরনের উদ্ভিদে মূল, কান্ড, শাখা-প্রশাখা আছে।

 

প্রশ্ন: তিনটি একবীজপত্রী ও তিনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: তিনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলোঃ ধান, গম ও ভুট্টা।
তিনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলোঃ আম, জাম ও কাঁঠাল।

পূর্ববর্তী অনুশীলনী                                পরবর্তী অনুশীলনী