প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গতদিন প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য আরও একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
এলিনা ক্লোরিন গ্যাস ভর্তি টেস্টটিউবের মধ্যে একটি সোডিয়াম টুকরা দিয়ে খেয়াল করে টেস্টটিউবটি গরম হয়ে গেছে এবং নতুন ধর্ম বিশিষ্ট এক প্রকার সাদা দানাদার পদার্থ তৈরি হয়েছে। সে অনেকভাবে চেষ্টা করেও এই যৌগটিকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারলনা। এইরকম এক প্রচেষ্টায় সে যখন উৎপন্ন যৌগটিতে পানি যোগ করে তখন এক ধরনের নোনতা স্বাদের হালকা ঠান্ডা দ্রবণ তৈরি হয়। পরে সে উক্ত দ্রবণ সহ টেস্টটিউবটিকে মোমবাতি জ্বালিয়ে উত্তপ্ত করতে থাকলে একসময় আবার আগের মতো দানাদার যৌগটিই পায়। কিন্তু এটি করতে গিয়ে সে খেয়াল করলো তার সব মোমবাতি ফুরিয়ে গিয়ে খুব সামান্য কিছু গলানো মোম অবশিষ্ট আছে।
ক. রিঅ্যাকট্যান্ট কাকে বলে?
খ. 2H2 + O2 = 2H2O – বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো।
গ. উপরোক্ত ক্ষেত্রে ক্লোরিনের সাথে সোডিয়াম যোগ করার ফলে যে পরিবর্তন হয় এবং পরে উৎপন্ন যৌগটিতে পানি যোগ করার ফলে যে পরিবর্তন হয়,সেগুলো কী ধরনের পরিবর্তন, ব্যাখ্যা করো।
ঘ. “এলিনার পরীক্ষায় ব্যবহৃত মোমবাতিগুলোতে রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন উভয়ই ঘটেছে” – উক্তিটি বিশ্লেষণ করো।
নমুনা উত্তরঃ
ক. যে পদার্থ বা পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে রিঅ্যাকট্যান্ট বলে।
খ. আমরা জানি, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আবার যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষন বিক্রিয়া বলে।
সেই হিসেবে, 2H2 + O2 = 2H2O বিক্রিয়াটি সংশ্লেষণ ও সংযোজন বিক্রিয়া।
আবার, যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয় তাকে দহন বিক্রিয়া বলে।
সেই হিসেবে, 2H2 + O2 = 2H2O বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া।
গ. এলিনা ক্লোরিনের সাথে সোডিয়াম যোগ করলে নিম্নোক্ত ঘটনাগুলো ঘটেঃ
উপরের এই পর্যবেক্ষণগুলো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় বলে, এলিনা যখন ক্লোরিনের সাথে সোডিয়াম যোগ করে তখন যে পরিবর্তনটি হয় সেটি হলো রাসায়নিক পরিবর্তন।
আবার এলিনা যখন উৎপন্ন NaCl লবণটিতে পানি যোগ করে, তখন নিম্নোক্ত ঘটনাগুলো ঘটেঃ
উপরের এই পর্যবেক্ষণগুলো ভৌত পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় বলে, এলিনা যখন উৎপন্ন NaCl কে পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করে তখন যে পরিবর্তনটি হয় সেটি হলো ভৌত পরিবর্তন।
ঘ. আমরা জানি, যখন কোনো পরিবর্তনে বিক্রিয়ক থেকে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের প্রোডাক্ট তৈরি হয় সেটা রাসায়নিক পরিবর্তন। আবার যখন কোনো পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না সেটা ভৌত পরিবর্তন। পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন আলাদা-আলাদা ক্ষেত্রে ঘটলেও কখনও কখনও একই সাথে উভয় পরিবর্তনই ঘটতে পারে।
এলিনা যখন মোমবাতিগুলো জ্বালালো, তখন অধিকাংশ মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প নামক প্রোডাক্ট সৃষ্টি করে। এইক্ষেত্রে প্রোডাক্ট কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্পের বৈশিষ্ট্য ও আণবিক গঠন মোমবাতির বৈশিষ্ট্য ও আণবিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন।
C (কঠিন মোম) + O2 -----> CO2 + H2O
আবার, মোমবাতিটি জ্বলার সময় উত্তাপে মোমের কিছু অংশ গলে গিয়ে অবশিষ্ট থাকে। এইক্ষেত্রে গলিত মোম এবং মোমবাতি উভয়ের আণবিক গঠন ও বৈশিষ্ট্য একই, তাই এটি একটি ভৌত পরিবর্তন।
C (কঠিন মোম) + তাপ -----> C (গলিত মোম)
তাই বলা যায়, এলিনা যখন মোমবাতিগুলো জ্বালালো তখন রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন উভয়ই ঘটে।
করিম সাহেব একদিন তার ছেলেকে বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিতে গিয়ে বললেন, “একটি রাসায়নিক বিক্রিয়া একই সাথে বিভিন্ন শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হতে পারে।” তিনি এটি বুঝাতে গিয়ে নিচের রাসায়নিক বিক্রিয়াটি উল্লেখ করলেনঃ
NaOH + H2CO3 --> Na2CO3 + H2O
ক. রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
খ. ‘কঠিন আয়োডিনকে তাপে বাষ্প করা’ কী ধরনের পরিবর্তন - ব্যাখ্যা করো।
গ. যুক্তি সহকারে করিম সাহেবের উল্লেখিত রাসায়নিক সমীকরণটির সমতা সাধন করো।
ঘ. করিম সাহেবের উল্লেখিত উদাহরণটি দিয়ে তার উক্তিটি বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
মতামত জানাতে এখানে ক্লিক করো।