সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে একজন শিক্ষার্থীর চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর যাচাই করা হয়। এর মধ্যে আছে জ্ঞান ৪০%, অনুধাবন ৩০%, প্রয়োগ ২০% এবং উচ্চতর দক্ষতা ১০%।একজন শিক্ষার্থী যদি পাঠ্য বইয়ের বিষয়গুলো বুঝে বুঝে পড়ে এবং বিশেষ বিশেষ তথ্য-উপাত্ত স্মৃতিতে ধারণ করতে পারে, তাহলে সে অনায়াসে পরীক্ষায় পদত্ত প্রশ্নের ৭০% উত্তর করতে পারবে। তাই আমাদের এই সাইটে প্রদত্ত টেস্টগুলোতে প্রাথমিকভাবে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন বেশি সংযোজন করা হয়েছে। লোকবলের সীমাবদ্ধতার জন্য প্রাথমিকভাবে খুব বেশি প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত করা যায়নি। আশা করছি, চলতি বছরের মধ্যে আমরা এ ব্যাপারে অনেকদূর অগ্রসর হতে পারব।
কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য এই সাইটের টেস্টগুলোতে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন সংযোজন করা সম্ভব হয়নি।কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশ্নে নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপক ব্যবহারের চেষ্টা করেছি। আশা করছি, চলতি বছরের মধ্যেই আমরা এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারব। সাইটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে।তাই কোন রকম ভুলভ্রান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
Srijonshil.com সাইটটি প্রাথমিকভাবে বিভিন্ন ক্লাসের কিছু বিষয় দিয়ে শুরু করা হলো। video tutorial, কিংবা সৃজনশীল প্রশ্ন তৈরি করে আপনিও অবদান রাখতে পারেন srijonshil.com এর content সম্প্রসারণে; অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এখানে ক্লিক করে।