আমাদের দেশে অভিভাবকদের অর্থনৈতিক বৈষম্য শিক্ষার্থীদের অধ্যয়ন ও প্রস্তুতিতে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে বিপুল পরিমান অর্থ ব্যয় করে কোচিং ক্লাস এবং মডেল টেস্টে অংশগ্রহণ করে অথবা গৃহশিক্ষকের সাহায্য নেয় যা তাদেরকে পরীক্ষায় ভাল ফলাফল করতে কিছুটা হলেও সাহায্য করে।পক্ষান্তরে, স্বল্প আয়ের পরিবারগুলো তাদের সন্তানদের শিক্ষার পিছনে এত খরচ করতে পারেনা। স্বাভাবিকভাবেই জীবনের দৌড়ের শুরুতে তাদের সন্তারেরা পিছিয়ে পড়ে। আবার দেখা যায় গ্রামের স্কুলগুলোতে শিক্ষার মান শহরের স্কুল থেকে পিছিয়ে। শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য কিছুটা হলেও দূর করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
হ্যাঁ, প্রশ্ন হতে পারে, এই সাইটটির মাধ্যমে আমরা আরো বৈষম্য তৈরি করে দিলাম কিনা। কারণ,আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোতে তুলনামূলকভাবে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা কম, আর ইন্টারনেট তো অনেকের কাছে বিলাসিতা। আর গ্রামগঞ্জে এই সমস্যাগুলোর পাশাপাশি আরও একটি সমস্যা থাকে, তা হলো বিদ্যুৎ সুবিধার অভাব। srijonshil.com এর পথচলা শুরু এই ভেবে যে একদিন সব ঘরে বিদ্যুৎ,কম্পিউটার এবং ইন্টারনেট পৌঁছে যাবে।আর তখনই আমরা সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ তৈরি করে দিতে পারব বলে আমাদের বিশ্বাস।